কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর ট্রাক ঘুমিয়ে থাকা এক শিশুর মৃত্যু

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ

কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর ট্রাক ঘুমিয়ে থাকা এক শিশুর মৃত্যু
কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর ট্রাক ঘুমিয়ে থাকা এক শিশুর মৃত্যু
apps

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনের বাঁধ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গুড়ি বোঝাই ট্রাক রাস্তা থেকে ঘরের উপর পড়ে যায়। এসময় ঘরের ভিতর বিছানায় ঘুমিয়ে থাকা ৭ বছরের শিশু ইছা মিয়া ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি শিমুল গাছের গুড়ি নিয়ে যাত্রাপুর বাজার থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত ইছা মিয়ার পিতার নাম সফিকুল ইসলাম। সে যাত্রাপুর ইউনিয়নের পরিষদ পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ঝুকিপুর্ণ বাঁধ রাস্তা দিয়ে গাছের গুড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ রাস্তা লাগোয়া একটি ঘরের উপর পরে যায়। এসময় ওই ঘরে ঘুমিয়ে থাক শিশু ইছা মিয়ার গায়ের উপর গাছের গুড়ির চাপায় তার মৃত্যু হয়। ঘটনার পরপর ট্রাকের ড্রাইভার ও হেলপাড় পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো: শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ গাছের গুড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। গাড়ির ড্রাইভার ও হেলপাড় পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com