কুড়িগ্রামে দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের উদ্বোধন

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | ৪:৪২ অপরাহ্ণ

কুড়িগ্রামে দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের উদ্বোধন
apps

কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালেক ফারুক, অলক সরকার, রাজু মোস্তাফিজ, জেলা আওয়ামীলীগের সদস্য ফাল্গুনী তরফদার, জেলা পরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, শিউলী বেগম, রেজাউল করিম লিচু, জেলা আওয়ামীলীগ মহিলা নেত্রী সহকারী অধ্যাপক মাসুদা সুলতানা মুন্নি, জেমিন আক্তার লাকী প্রমুখ।

Development by: webnewsdesign.com