বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের বীর উওম খেতাব বাতিলের ঘোষনার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম দাদা মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সহ-সভাপতি জহুরুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহ সাধারন সম্পাদক, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, গণশিক্ষা সম্পাদক আব্দুল ওহাব, হেদায়েত হোসেন এলিচ, মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুর রহমান, জিয়া পরিষদ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পুতুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রফিক রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু দারদা হেলাল, সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সাধারন সম্পাদক শাওন, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমানসহ জেলা বিএনপি ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ৫০ বছর আগে জিয়াউর রহমানকে যে বীর উত্তম খেতাব দেয়া হয়েছে তা বাতিলের মাধ্যমে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলন্ঠিত করতে চায়। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রাম করার আহবান জানান তারা।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৪
Development by: webnewsdesign.com