“দিনে দিনে বাড়লো গতি-জাতীয় যুব সংহতি”-এই শ্লোগানে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব সংহতি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টায় পুরাতন শহরের জলিল বিড়ি মোড়স্থ জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্ত্বোলন, এক মিনিট নিরবতা পালন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় যুব সংহতি’র আহবায়ক প্রভাষক এ.কে.এম শামছুজ্জোহা চৌধুরী সাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নবাব আলী, কেন্দ্রীয় যুব সংহতি’র সদস্য লাভলু ইসলাম, জেলা যুব সংহতি’র যুগ্ম আহ্বায়ক রানা আহমেদ রানু, রাজারহাট উপজেলা যুব সংহতি’র সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, জেলা জাতীয় মটর শ্রমিক পাটির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিরান, এমপি’র উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিক লাভলু, জেলা যুব সংহতি’র সদস্য ইকবাল, রাজু আহমেদ রাজ্জাক প্রমূখ।
এসময় বক্তারা জেলা যুব সংহতি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সু-সংগঠিত করার আহ্বান জানান। আলোচনা সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব সংহতি’র সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন। শেষে পল্লীবন্ধু এরশাদ সহ দলের পরলোক গমনকারী নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
Development by: webnewsdesign.com