কুড়িগ্রামে গ্রামগঞ্জের পিরিতি-২০২১ আনন্দ মেলা অনুষ্ঠিত

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ | ৩:৪৭ অপরাহ্ণ

কুড়িগ্রামে গ্রামগঞ্জের পিরিতি-২০২১ আনন্দ মেলা অনুষ্ঠিত
apps

কুড়িগ্রামস্থ কিশোরগঞ্জবাসীর গ্রামগঞ্জের পিরিতি-২০২১ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলা পরিষদ হল রুমে এ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার কুড়ি এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গঞ্জ নিয়ে অনুষ্ঠানের মৌলিক নামকরণ করা হয় গ্রামগঞ্জ।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারী, বেসরকারী অফিস আদালতে কর্মরত কিশোরগঞ্জ উপজেলার প্রায় দুই শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল হক।

এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কুড়িগ্রামের ট্রাফিক ইনচার্জ জাহিদ সারোয়ার, রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা ও জেলা কমান্ড্যান্ট ইবনুল হক সুমন, রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোর্শেদ আলম, রিভার ভিউ হাই স্কুলের সহকারী শিক্ষক রাশেদুজ্জামান তাওহীদ, নাগেশ^রী আরডিআরএস ম্যানেজার রেজাউল করিম রিপন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে পিঠা উৎসব, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

Development by: webnewsdesign.com