মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ
কুড়িগ্রাম জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি ও সিনিয়র আইনজীবি এডভোকেট এমদাদুল হক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদোন করেছেন। আজ মঙ্লবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর কার্যালয়ে এডভোকেট এমদাদুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহসভাপতি মোঃ ফরিদ পাটেয়ারী, রাজীবপুর উপজেলা ছাত্র সমাজ সভাপতি নাজিমুদ্দৌলা, জাতীয় পার্টি উলিপুর পৌর সভাপতি রফিকুল আলম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় এনজিও বিষয়ক সম্পাদক মোস্তফা সুমন এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী