কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ‍্যূৎ স্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত‍্যু

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১ | ১২:১৫ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ‍্যূৎ স্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত‍্যু
apps

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে বাবু মিয়া (৩৩) নামে এক ব্যক্তির মৃত‍্যু হয়েছে। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত হাতেম আলীর পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

এ তথ‍্য নিশ্চিত করেছেন জয়মনিরহাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।

জানা যায়, রোববার সকাল সাড়ে আটটার দিকে বাবু বাড়ির পাশে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Development by: webnewsdesign.com