কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাবুল মিয়া (৪০) নামের এক সমর্থক আহত হয়। পরে স্থানীয়রা আহত বাবুল মিয়াকে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করায়। মঙ্গলবার বিকেলে ক্লিনিক থেকে বাড়িতে নিয়ে আসলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত বাবুল মিয়া ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাবাইতারী বটতলা গ্রামের আজগার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে রাবাইতারী বটতলী এলাকায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাবুল মিয়া গুরুতর আহত হলে তাকে নাগেশ্বরী উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, বাবুল মিয়া চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর তার হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে যাচ্ছি।
Development by: webnewsdesign.com