কুড়িগ্রামের চরাঞ্চলে গরু মোটা-তাজাকরণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১:৩৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু মোটা-তাজাকরণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
apps

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার, ধরলা ও ফুলকুমার নদীর চরাঞ্চলে গরু পালন, গরু হৃষ্ট-পুষ্টকরণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি নাগেশ্বরী ডাকবাংলো হল রুমে এই কর্মশালার আয়োজন করে এমজেএসকেএস সংস্থার মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চর প্রকল্প।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পল্লী উন্নয়ন একাডেমীর এমফোরসি প্রকল্প পরিচালক ডঃ মোঃ আব্দুল মজিদ প্রামাণিক গরু মোটা তাজাকরণ এবং বাজারজাতকরন ব্যবস্থা নিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, সুইস কন্ট্রাক এমফোরসির পক্ষে ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার মো: আনোয়ারুল ইসলাম, ক্লাষ্টার অফিসার মো: ফরহাদ হোসেন, মহিদেব যুব সমাজ কল্যান সমিতির এম ফোর সি প্রকল্পের ইন্টার ভেনশন স্পেশালিষ্ট মো: মাহমুদ কবির, সিনিয়র ইন্টারভেনশন অফিসার মো: মাহমুদ হাসান প্রমূখ।

কর্মশালায় কৃষকদের ও চরাঞ্চলের ব্যবসায়দের সাথে প্রাইভেট কোম্পানী ও ঋনদানকারী সংস্থার প্রতিনিধিগণদের একটি সংযোগ স্থাপনের ব্যবস্থা করা হয়। এতে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলার চরের কৃষক ও চরের ব্যবসায়ীরা অংশ নেন।

Development by: webnewsdesign.com