কুষ্টিয়ার ওয়ার্ড আ’লীগের সভাপতি মালেকের ভাই মতিয়ার ইয়াবাসহ আটক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ৮:৫৪ অপরাহ্ণ

কুষ্টিয়ার ওয়ার্ড আ’লীগের সভাপতি মালেকের ভাই মতিয়ার ইয়াবাসহ আটক
apps

কুষ্টিয়া কালিশংকরপুর এলাকার নূর উদ্দীনের ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মালেকের ভাই মতিয়ারকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ইয়াবাসহ কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই সাহেব আলী, এএসআই জুবায়ের সহ সঙ্গীয় ফোর্স কালিশংকরপুর এলাকার মতিয়ারের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ১০ পিচ ইয়াবা সহ মতিয়ার(৪৫) কে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

মতিয়ারের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মতিয়ার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মালেকের ছোট ভাই। এই কারণে মতিয়ারের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। দীর্ঘদিন ধরে সে এই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এলাকাবাসী মাদক ব্যবসায়ী মতিয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Development by: webnewsdesign.com