কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে সিডিসি’র সভা অনুষ্ঠিত

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ৮:৫০ অপরাহ্ণ

কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে সিডিসি’র সভা অনুষ্ঠিত
apps

কমিউনিটি ডেভোলপমেন্ট কমিটি সিডিসি এর অধীনে গঠিত ১৪ নং ওয়ার্ডের জুগিয়া সবজি ফার্ম পাড়া এলাকার মহিলা সদস্যদের নিয়ে কাউন্সিলর শাহিন উদ্দিনের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর প্লানার মোহাম্মদ সেলিম মোড়ল। এসময় আরো বক্তব্য রাখেন সিডিসি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঞ্জুরুল রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মাহমুদ হাসান, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ, সিডিসি সভাপতি ফিরোজা খাতুন।

এ সময় বক্তারা বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এগিয়ে নিতে সরকার সিডিসি সমবায় গঠন করে মহিলাদের একত্রিত করে নেতৃত্ব উন্নয়ন অবকাঠামো এগিয়ে নিয়ে যাচ্ছে । কমিটি গঠনের মধ্য দিয়ে একটি এলাকায় আর্থসামাজিক উন্নয়ন সহ স্যানিটেশন শিক্ষাব্যবস্থা স্বাস্থ্য দারিদ্র বিমোচন হস্তশিল্প কুটির শিল্প সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে এলাকার মানুষের উন্নয়নে সিডিসি ভূমিকা রাখছে।

এই ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর শাহীন উদ্দিনের যোগ্য নেতৃত্ব এবং সকল সময় সহযোগিতার কারণে একটি বড় সিডিসি সমবায় গঠন করা সম্ভব হয়েছে আগামী দিনে এই ওয়ার্ডের সকল তৃনমূল পর্যায়ের উন্নয়নে আরো গতিশীল ভাবে এই কমিটি অবদান রাখবে বলে আশা রাখি।

এসময় বক্তারা আগামী দিনের প্রকল্প গ্রহণ ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে কাউন্সিলর শাহিন উদ্দিনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সমাপনী বক্তব্যে কাউন্সিলের শাহিন উদ্দিন বলেন, নগর উন্নয়ন করতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থসামাজিক ভাবে উন্নয়নের বিকল্প নেই।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জননেতা মাহবুব-উল-আলম হানিফ এমপি র দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ কে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আগামীতে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে উন্নয়নের রূপকার মাহবুব-উল-আলম হানিফ এমপি সহযোগিতায় একটি সুশৃংখল ওয়ার্ড গড়ে তুলবো এই প্রত্যাশা রাখি।

Development by: webnewsdesign.com