কুষ্টিয়া খোকসা পৌরসভার উদ্যোগে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেন খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক। উক্ত সিসি ক্যামেরা স্থাপনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, খোকসা বাজার এর গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সদর উদ্দিন খান বলেন, বাজারে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি রাহাজানি ও বিভিন্ন হয়রানিমূলক কার্যক্রমকে সহজে চিহ্নিত করার জন্য এই বাজারটি সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হলো।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, খোকসা পৌরসভার মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ তারিকুল ইসলাম তারিক, খোকসা বাজারের সম্মানিত ব্যবসায়ী মহল, খোকসা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, খোকসা পৌরসভার সকল কাউন্সিল সহ পৌরসভার কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।
Development by: webnewsdesign.com