কুলাউড়ায় ৭টি ইউপিতে নৌকা বিজয়ী

সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | ৩:২৬ অপরাহ্ণ

কুলাউড়ায় ৭টি ইউপিতে নৌকা বিজয়ী
apps

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৭ টি নৌকা, ৪ টি বিদ্রোহী ও ২ টি স্বতন্ত্র প্রার্থী দের (বেসরকারিভাবে) বিজয়ী ঘোষনা করা হয়েছে।

বিজয়ীরা হলেন-জয়চন্ডী-আবদুর রব মাহবুব (নৌকা), ব্রাহ্মণবাজার-মো.মমদুদ হোসেন (নৌকা),কাদিপুর-জাফর আহমদ গিলমান (নৌকা),কুলাউড়া সদর-মোছাদ্দিক আহমদ নোমান (নৌকা), রাউৎগাঁও-আকবর আলী সোহাগ (নৌকা), টিলাগাও-আব্দুল মালিক (নৌকা), হাজিপুর-মাওঃ ওয়াদুদ বকস (নৌকা), -বরমচাল-খোরশেদ আলম খান সুইট (চশমা), ভুকশিমইল-আজিজুর রহমান মনির (আনারস), ভাটেরা-এ.কে.এম. নজরুল ইসলাম (আনারস), শরিফপুর-মো.খলিলুর রহমান খলিল (চশমা), পৃথিমপাশা-এম জিমিউর রহমান চৌধুরী (অটোরিক্সা), কর্মধা- মুহিবুর রহমান আজাদ (চশমা)।

Development by: webnewsdesign.com