মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিষপানে শাম্মী বেগম (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।শাম্মী বেগম করের গ্রামের কালা মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাম্মী রোববার রাত ৯টার দিকে পরিবারের সকলের অজান্তে বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে শাম্মী বেগম মারা যান।কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
Development by: webnewsdesign.com