ভনভন করছে মাছি৷সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন মানুষ। মাছির শব্দের উৎস খুঁজতে গিয়ে মিলল লাশ। ঘটনাটি কুমিল্লার দেবিদ্বারের। সোমবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার মডেল মসজিদের পূর্বপাশের পরিত্যাক্ত জমিতে লাশটি দেখেন স্থানীয় লোকজন।
তবে লাশের পরিচয় বা মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য জানিয়েছেন দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম।
স্থানীয় রফিকুল ইসলাম ও জুয়েল বলেন, দেবিদ্বার মডেল মসজিদের পিছনে আমাদের বাড়ি। ভোরে দেখি, মাছি ভনভন করছে। কাছে গিয়ে দেখি লাশের ওপর এভাবে মাছি বসেছে। লাশের চোখ খোলা। পরনে লুঙ্গি। পায়ে একটি ক্ষত চিহ্ন। মাথার কাছেই পড়ে আছে কিছু জামাকাপড়। আমরা সাথে সাথে পুলিশকে খবর দেই৷ পুলিশ এসে লাশটি নিয়ে যায়। দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল বিকেলেও ঘটনাস্থলের আশেপাশে তাকে ঘুরতে দেখা গেছে৷
Development by: webnewsdesign.com