কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) অক্সিজেন সিলিন্ডার বিস্ফেরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে হাসপাতালের করোনা ইউটিনেটর নিচ তলায় জরুরি বিভাগের পাশের রুমে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিউটের নিচ তলায় অক্সিজেন ফিলিংয়ের সময় বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে দমকল সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে দমকল সদস্যরা পৌঁছার আগেরই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনকে একাধিক বার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Development by: webnewsdesign.com