কুমিল্লা নিমসা‌রে আলুর পাইকারী বাজা‌রে ৫ দোকানদারকে জরিমানা

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৩:০৬ অপরাহ্ণ

কুমিল্লা নিমসা‌রে আলুর পাইকারী বাজা‌রে ৫ দোকানদারকে জরিমানা
apps

কুমিল্লা নিমসার ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে বু‌ড়িচং উপ‌জেলার নিমসার আলুর পাইকারী আড়তগু‌লো‌তে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় পাইকারী ক্রয় ভাউচার সংরক্ষণ না ক‌রে মিথ্যা ঘোষণা দি‌য়ে বে‌শি দা‌মে আলু বি‌ক্রি করায় মেসার্স সা‌মিয়া বা‌ণিজ্যালয়‌কে ১০,০০০ টাকা, বন্ধু বা‌ণিজ্যালয়‌কে ৫,০০০ টাকা, সরবরাহকারী আলমগীর‌কে ৫,০০০ টাকা, চাচা-ভা‌তিজা এন্টারপ্রাইজ‌কে ৫,০০০ টাক‌া, মিনহাজ বা‌ণিজ্যালয়‌কে ৫,০০০ টাকাসহ মোট পাঁচ‌টি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ৩০,০০০/- টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নের সময় দোকানী‌দের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ কর‌তে, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। এসআই সুম‌নের নেতৃ‌ত্বে বু‌ড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির পু‌লি‌শের এক‌টি টিম, সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির প্র‌তি‌নি‌ধি এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

Development by: webnewsdesign.com