কুমিল্লা দেবিদ্বার বুড়িরপাড়ে টিভি কাপ টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ৩:২২ অপরাহ্ণ

কুমিল্লা দেবিদ্বার বুড়িরপাড়ে টিভি কাপ টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
apps

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়ির পাড় যুব সমাজের আয়োজনে রোববার (১৮ অক্টোবর) বিকালে টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ওই ফাইনাল খেলায় পেয়ারাকান্দি ইয়াং পাওয়ার ক্লাব ট্রাইব্রেকারে লোহারপুল ফ্রেন্ডস জুন ক্লাবকে ৩/২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল খেলায় সুবিল ইউপির বিএন পি’র সাধারণ সম্পাদক কাউছার সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রোমান সরকার, ৪নং সুবিল ইউনিয়নের যুবলীগের সভাপতি খোরশেদ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম শান্ত, সুবিল ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক কালাম সরকার,রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালক মোঃ সাহিদুল ইসলাম সাহিদ,সুবিল ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক নয়ন সরকার মুন্না,৯নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি রনি সরকার,আবু সালেহ, মোবারক হোসেন ও আল আমিন সরকার প্রমূখ।

খেলা শেষে প্রধান অতিথি প্রভাষক সাইফুল ইসলাম শামীম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন।

Development by: webnewsdesign.com