কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর হত্যার খুনিদের বিচার চেয়ে মানববন্ধন

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ২:৩০ অপরাহ্ণ

কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর হত্যার খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
apps

কুমিল্লায় দুর্বৃত্তের হাতে নিহত যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী হত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেন নিহত জিল্লুর রহমানের পরিবারের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন নিহত জিল্লুরের স্ত্রী জাহানারা বেগম, তার মা ফেরদৌস আরা বেগম, ভাই ইমরান হোসেন চৌধুরী ও স্থানীয়রা।

বক্তারা দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর সদর দক্ষিণে জিল্লুর রহমান (৫০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর নগরীর ২৫নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাস্টারের ছেলে।

জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Development by: webnewsdesign.com