কুমিল্লার প্রবীণ আ’লীগ নেতা আফজল খান আর নেই

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ | ৪:৫৬ অপরাহ্ণ

কুমিল্লার প্রবীণ আ’লীগ নেতা আফজল খান আর নেই
apps

কুমিল্লায় আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান এড. আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আফজল খানের মেয়ে ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আফজল খান কুমিল্লায় ১৮টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি সবার কাছে প্রিয় ছিলেন। তিনি কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সাবেক সহ-সভাপতি, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি, ১৪ দলের সমন্বয়ক, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ের প্রধান উপদেষ্টা, বিসিক’এর সাবেক সভাপতি, এফবিসিআই এর সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বৃক্ষরোপণে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত, বাংলাদেশ আয়কর বিভাগ কতৃক ‘কর বাহাদুর’ উপাধিতে ভূষিত, কুমিল্লা জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি, কুমিল্লার সিনিয়র আইনজীবি, ‘বঙ্গবন্ধু ল কলেজ’এর প্রতিষ্ঠাতা, শেখ ফজিলাতুন্নেছা কারিগরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এডভোকেট আফজল খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১১টায় প্রথম জানাজা টাউন হল মাঠে হাজারো নেতাকর্মীর ডল৷

Development by: webnewsdesign.com