কুমিল্লার দাউদকান্দিতে গত ১১/২/২১ তারিখ রাত ৯ঃ৩০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে অপু মিয়া (৩৮) পিতাঃ মৃত আলী জব্বার বাড়িতে অভিযান পরিচালনা করে ১।অপু মিয়া (৩৮)২।জুয়েল রানা (২৮),পিতাঃ আঃ হাকিম ,গ্রাম- সাতপাড়া, দাউদকান্দি ৩।সাজ্জাদ হোসেন (৪২),পিতাঃ মোসলেম মিয়া, গ্রাম-লালবাগ, ঢাকা ৪।আল আমিন (২৭),পিতাঃ ইসমাইল মিয়া,গজারিয়ায়, মুন্সিগঞ্জ ৫। আল আমিন হোসেন (২০),পিতাঃ খোকন মিয়া,বুড়িচং, কুমিল্লা ৬।শান্ত সরকার (২৬) ,পিতাঃ সফিকুল ইসলাম ,মতলব উত্তর,চাঁদপুর দের গ্রেফতার এবং আসামিদের কাছে
১ টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড পিস্তলের গুলি, ২ টি লোহার সাবল ১ টি রাম দা ১টি লোহার কাটার ১ টি করাত ৫ টি সুইচ গিয়ার ছুরি ১ টি কালো টুপি ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। নিয়মিত মামলা রুজু সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Development by: webnewsdesign.com