কুমিল্লায় শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ | ১২:৩৮ অপরাহ্ণ

কুমিল্লায় শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত
কুমিল্লায় শোরুমে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত
apps

কুমিল্লায় একটি জুতার শোরুমে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের চার কর্মী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১ জুন) ফায়ার সার্ভিসের কুমিল্লা জেলা সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৩১ মে) রাত পৌনে ৮টার দিকে নগরীর রাজগজ্ঞ বাজারে এ ঘটনা ঘটে।

শোরুমের ম্যানেজার মোহাম্মদ শুভ জানান, শোরুমে প্রায় ৯০ লাখ টাকার মতো মালামাল ছিল। বুধবার রাতে আগুনে সবই পুড়ে ছাই হয়ে গেছে।

সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করছি; বুধবার রাতে শোরুমের দোতলায় জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোতলার প্রবেশ পথ সরু হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে। আমাদের চারজন কর্মী আহত হয়েছেন।

Development by: webnewsdesign.com