রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় সরকারিভাবে ২০২৪ চলতি মৌসুমের ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্তের পর কুড়িগ্রাম প্রেসক্লাব সংলগ্ন সদর খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়।
এসময় ধান, চাল ও গম সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: দেলওয়ার হোসেন, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা মিল মালিক সভাপতি বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল হাই রঞ্জু।
এ বছর কুড়িগ্রাম জেলায় ২২ হাজার ৭শ ২৯ মেট্রিক টন সিদ্ধ চাল, ১১ হাজার ৮শ ৮১ মেট্রিক টন ধান এবং ১ হাজার ১৪ মেট্রিক টন আতব চাল নির্ধারিত সময়সীমার মধ্যে সংগ্রহ করা হবে। এবং প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা ও আতব চাল প্রতি কেজি ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com