কিশোরগঞ্জে ৩ দফা দাবিতে শিক্ষক সমাবেশ

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | ২:২৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জে ৩ দফা দাবিতে শিক্ষক সমাবেশ
apps

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিলসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (৩০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি মতিউর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, প্রধান শিক্ষক মোকারম হোসেন শোকরানা, বাছির উদ্দিন, আব্দুর রব, মো. শহীদুল্লাহ, অবিনাশ চন্দ্র সরকার, আনোয়ার হোসেন, আল আমিন আহমেদ, মেছবাহ উদ্দিন, হাবিবুর রহমান, ইউসুফ আলী, রোকসানা বেগম, সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা অর্থ মন্ত্রণালয় কর্তৃক দেশের ৪৮ হাজার ৭২০ জন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র অবিলম্বে বাতিলের দাবি জানান। এ দাবিতে আগামী ৮ ডিসেম্বর ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা। সভা পরিচালনা করেন শফিকুল ইসলাম সুরুজ।

Development by: webnewsdesign.com