(৯ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া সিএনজি ষ্ট্যান্ড থেকে ২০ পিস ইয়াবাসহ হত্যা, অস্ত্র ও মাদক মামলার ৩ জনকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।
আটককৃতরা হলো উত্তর দামপাড়া গ্রামের মোঃ আবুলবাশার (৩২), নানশ্রী গ্রামের মোঃ রুবেল মিয়া (৩০) ও মজলিশপুর গ্রামের মোঃ আলাউদ্দিন (৩৫)। তাদের তিনজনের বিরুদ্ধে নিকলী থানায় অস্ত্র, হত্যা ও মাদক আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন রবিবার বিকেলে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com