কিশোরগঞ্জের কটিয়াদীতে গাঁজাসহ আটক ২

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে গাঁজাসহ আটক ২
apps

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাত কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন-ব্রাক্ষণবাড়িয়া জেলার সদর উপজেলার বিরাষার-ফুলবাড়ীয়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৮) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষিপুর এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে নাজমুল আলম (৪০)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ভোগপাড়া এলাকা থেকে তাদের আটক কর হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাতে উপজেলার ভোগপাড়া এলাকায় র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে দুই মাদক বিক্রেতাসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকে তল্লাশি করে সাত কেজি গাঁজা ও দু’টি মোবাইল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com