পাকিস্তান সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষেও দুই ম্যাচের হোম টেস্ট সিরিজে হয়তো দেখা যাবে না ট্রেন্ট বোল্টকে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দেশে ফিরবেন বাঁহাতি এই সিমার।
পরিবারকে বেশি সময় দেওয়া ও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত আগস্টে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম কেটে ফেলেন বোল্ট। তাতে পাকিস্তান সফরে দেখা যায়নি তাকে। আসন্ন ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে তাকে ফেরানো হবে কি না প্রশ্নে স্টিড আভাস দেন, তাকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে স্টিড বলেছেন, ‘না, আমি তেমনটা মনে করি না। আমার ও ট্রেন্টের মধ্যে আলোচনা হয়েছে। আমার মনে হয় সংযুক্ত আরব আমিরাত থেকে সে ফিরবে এটার (ইংল্যান্ড টেস্ট শুরু) মাত্র এক বা দুই দিন আগে। ওয়ার্কলোড বিবেচনায় সে পরিকল্পনায় নেই।
এদিকে নিউজিল্যান্ডের পেস আক্রমণে শূন্যতা তৈরি হয়েছে। ইনজুরিতে মাঠে বাইরে আছেন ম্যাট হেনরি, কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে। স্বাভাবিকভাবে তাদের চোট কিউইদের জন্য বিরাট ধাক্কা।
Development by: webnewsdesign.com