ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো তিন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অভিযান চালানো হয়। এসময় একটি এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়।
পুলিশের দাবি, বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন বলে দাবি করা হয়।
চলতি বছর এ পর্যন্ত শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সাতটি অপারেশনে ১৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
এদিকে গত জুলাইতে কাশ্মীরের সোপিয়ানে বিতর্কিত বন্দকযুদ্ধে তিনজনকে হত্যার ঘটনায়, জড়িত সেনা সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।
Development by: webnewsdesign.com