নড়াইলের কালিয়ায় পাওনা টাকা চাওয়ার অপরাধে দেনাদারের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চরমধুপুর গ্রামে ঘটেছে ওই হামলার ঘটনা। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত হারেজ শিকদার অভিযোগ করে বলেন, চরমধুপুর গ্রামের বাবর মল্লিকের ছেলে বরকত মল্লিকের নিকট তিনি কয়েক দিন আগে ৮’শ টাকা বাকিতে মাছ বিক্রি করেন। ওই দিন দুপুর ১টার দিকে হারেজ মাছ বিক্রির ওই বাকি টাকা চাইতে গেলে বরকত ও তার ২-৩ সহযোগী হারেজ ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়।এতে হারেজ শিকদার (৫৫), তার স্ত্রী আমেনা বেগম (৪০) ও তার মেয়ে হাবিবা খানম (২২) আহত হয়।
উপজেলার নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেন, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Development by: webnewsdesign.com