কালিয়াকৈরে ভেকু মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১ | ৬:৫৩ অপরাহ্ণ

কালিয়াকৈরে ভেকু মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
apps

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মাটি কাটার ভেকু মেশিনের নিচে চাপা পড়ে লিপু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জালশুকা এলাকায় নদীর পাড়ে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটছিল একটি প্রভাবশালী মহল। লিপু ঐ জমির উপর দিয়ে হাটাহাটি করছিল।

এ সময় ভেকুর নিচে চাপা পড়ে সে নিহত হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ড্রাইভার সহ ব্যবসায়ীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার ওসি, (অপারেশন) মোজাহিদুল ইসলাম জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে।এ ব্যাপারে আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলমান রয়েছে।

Development by: webnewsdesign.com