সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ কানাডার হাইকমিশনের প্রতিনিধিদল। ১২/০২/২০২০ বুধবার দুপুরে সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে চলমান কথা বলেন সিসিক মেয়র। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নাগরিক সেবার মানোন্নয়নে কানাডা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে জানান ঢাকাস্থ কানাডার হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এন্ড ভাইস-কনসাল আন্দ্রেয়া ল্যাপয়েন্ত। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বকস লিপন, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর ছয়ফুল আমীন বাকের ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
সৌজন্য সাক্ষাৎ: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছে। বিকালে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মেয়র আরিফুল হক সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সকল নেতাকে শুভেচ্ছা জানান। এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে আইনজীবী সমিতির সহযোগিতা কামনা করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন সিসিকের উন্নয়ন অগ্রতি এবং নাগরিক সেবা দানে সিসিকের কাযর্ক্রমে আইনজীবীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম, যুগ্ম সম্পাদক মো. হুমায়ূন রশীদ শোয়েব, এম আর খান মুন্না, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সহ-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, রেদওয়ানুল ইসলাম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আজমল হোসেন, লাইব্রেরি সম্পাদক মো. তানভীর আখতার খান, সহ-সম্পাদক আবু ফাহাদ, সহ-নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী ও প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক।
Development by: webnewsdesign.com