কাতার বিশ্বকাপে শেষ মুহূর্তে ছিটকে গেলেন কিমপেমবে

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ৫:৪৪ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপে শেষ মুহূর্তে ছিটকে গেলেন কিমপেমবে
apps

চোটে ভুগছেন অনেক দিন ধরে। তবু ফ্রান্সের চূড়ান্ত দলে জায়গা পেয়েছিলেন রক্ষণভাগের খেলোয়াড় প্রেসনেল কিমপেমবে। কিন্তু বিশ্বকাপ শুরুর ৬ দিন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

চোট থেকে ফিরে গতকাল পিএসজির জার্সিতে ২৫ মিনিট খেললেও বিশ্বকাপের মত মঞ্চে নিজেকে এখনি পুরোপুরি ফিট মনে করছেন না তিনি। ইন্সটাগ্রামে কিমপেমবে লিখেছেন,’বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। দুর্ভাগ্যবশত আমি শতভাগ ফিট নই। আর বিশ্বকাপে এর চেয়েও বেশি দিতে হয়। ‘

২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের পরিবর্তে ফ্রান্স দলে জায়গা পেয়েছেন অ্যাক্সেল দিসাসি। প্রথমবার ফ্রান্স দলে ডাক পেলেন মোনাকোর হয়ে খেলা ২৪ বছরের এই ডিফেন্ডার।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এর আগে ২৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন। মধ্যমাঠের খেলোয়াড় মারকুস থুরামকে দলে ডেকেছেন দেশম। এতে চূড়ান্ত হয়েছে ফ্রান্সের ২৬ সদস্যের স্কোয়াড।

ফ্রান্স স্কোয়াড

গোলরক্ষক : আলফোনসে অ্যারোলা, উগো লরি ও স্টিভ মান্দানা।

রক্ষণভাগ : লুকাস হের্নান্দেজ, থিও হের্নান্দেজ, অ্যাক্সেল দিসাসি, ইব্রাহিম কোনাতে, ইউলেস কুন্দে, বেঞ্জামিন পাভার্দ, উইলিয়াম সালিবা, ডায়ত উপামেকানো ও রাফায়েল ভারানে।

মধ্যমাঠ : এদওয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনডওজি, আদ্রিয়েন র‌্যাবিও, মারকুস থুরাম, অরিলিয়েন শোয়ামেনি ও জর্দান ভেরেতুত।

আক্রমণভাগ : করিম বেনজিমা, কিংসলে কোম্যান, ওসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আন্তোয়ান গ্রিয়েজমান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।

Development by: webnewsdesign.com