কাতারের রাজধানী দোহায় ফিফা বিশ্বকাপের বল এখনো গড়ায়নি তার আগেই ফুটবল আলোচনা তুঙ্গে। লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, কার হাতে উঠবে বিশ্বকাপ ? এমনকি একাধিক ফুটবল পন্ডিত জার্মানি, বেলজিয়ামকেও ট্রফি জয়ের দাবিদার হিসেবে মনে করছেন।
যদিও পেলে মনে করেন এবার তার প্রিয় ব্রাজিল জিতবে বিশ্বকাপ। নেইমারের হাতেই উঠবে সোনার ট্রফি। আর সেটা হলে যে সেলেকাওরা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে রেকর্ড গড়বেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এসব কথা বলে ফুটবল সম্রাট পেলে ইনষ্টাগ্রামে, নেইমারদের শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রাজিলের এই হলুদ জার্সিই পেলের কাছে সবচেয়ে প্রিয়। তিন বারের বিশ্বকাপ জয়ী পেলে তার নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন,‘আমি যখন শেষ বার দেশের ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে ছিলাম তখন আমরাই তিন বারের চ্যাম্পিয়ন ছিলাম।
এখন আমাদের জার্সিতে পাঁচটি তারা আছে। ষষ্ঠ শিরোপা দেখার জন্য আমার তর সইছে না।’ সোজা কথা নেইমারের হাতে বিশ্বকাপ দেখছেন পেলে। তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম। হলুদ জার্সি গায়ে তিন বার বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে কাপ যুদ্ধ জিতেছিল সাম্বারা। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন ফুটবলের কালো মানিক খ্যাত ‘ফুটবল সম্রাট।
বিগত বেশ কিছু বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কোলন ক্যানসারের সমস্যা নিয়ে এ বছর এপ্রিল মাসে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিত্সার জন্য। তবে ব্রাজিল ফুটবল দল নিয়ে বাসায় বসেও চিন্তা করছেন পেলে।
কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে একটিও ম্যাচ হারেনি সেলেসাওরা। সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত কোচ তিতের দল। তাই সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের হাওয়ার পালে দোলা দিচ্ছে। দেশকে ষষ্ঠ বিশ্বকাপ উপহার দিতে নিজেদের উজাড় করে দিতে চান নেইমার-ভিনিসিয়ুসরা।
২৬ সদস্যের দলে মোট ৯ জন স্ট্রাইকারকে ঠাঁই দিয়েছেন কোচ তিতে। তারা হলেন—নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, রদ্রিগো, অ্যান্তোনি, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং পেদ্রো। এছাড়া থিয়াগো সিলভা, নেইমার, ক্যাসেমিরোর মতো তারকারাও রয়েছেন তার দলে। প্রথম বার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তরুণ ফরোয়ার্ড অ্যান্টোনি, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনকে।
Development by: webnewsdesign.com