“কাতারে তুরস্ক সেনাদের অবস্থান শান্তি ও স্থিতিশীলতা জন্য”

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ২:০৯ অপরাহ্ণ

“কাতারে তুরস্ক সেনাদের অবস্থান শান্তি ও স্থিতিশীলতা জন্য”
apps

উপসাগরীয় দেশ কাতারে তুরস্ক সেনাবাহিনীর উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা তৈরিতে সহায়ক হবে মনে করেন সংযুক্ত আরব আমিরাতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।গতকাল শনিবার (১০ অক্টোবর) তুরস্ক সেনাদের অবস্থানকে আঞ্চলিক মেরুকরণে নেতিবাচক প্রভাব তৈরি করবে বলে জানান ওই কর্মকর্তা।এক টুইট বার্তায় আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ বলেন, ‘উপসাগরীয় আরব দেশে তুরস্ক সেনাবাহনীর জরুরি অবস্থা তৈরি করতে পারে।

গারগাশ আরো বলেন, ‘এটি মেরুকরণে সহায়তা করবে। তা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও উপসাগরীয় দেশের জনগনের আগ্রহকে বিবেচনায় নেবে না।সূত্র : আল আরাবিয়া

এর আগে গত বৃহস্পতিবার টিআরটি জানায়, কাতারে তুরস্ক সেনাবাহিনীর অবস্থানের খবর নিশ্চিত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

টিরআটি আরাবি এরদোয়ানের কথা উল্লেখ করে বলে, ‘কাতারে তুরস্ক সেনাদের অবস্থান শান্তি ও স্থিতিশীলতা জন্য। তা কেবল কাতারের জন্য নয়, বরং উপসাগরীয় অঞ্চলের জন্য।

Development by: webnewsdesign.com