কাঠালিয়ার সেই ভুমি কমিশনারের শাস্তিমূলক বদলী

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ২:২৬ অপরাহ্ণ

কাঠালিয়ার সেই ভুমি কমিশনারের শাস্তিমূলক বদলী
apps

ঝালকাঠির জেলার কাঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ইটভাটা থেকে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহা ও তার অফিস সহকারী নাজির মো. মাইনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় কারণ দর্শানোর পর গতকাল বৃহস্পতিবারের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার রিফাত আরা মৌরী বুধবার অভিযুক্ত দুজনকেই বদলির আদেশে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার আদেশটি কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।

অমিত সাহাকে বরগুনা জেলার তালতলী উপজেলায় ও মাঈনুল ইসলামকে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ শাখায় বদলি করা হয়েছে।

Development by: webnewsdesign.com