কাটাখালী পৌরসভার মেয়রের দায়িত্ব পেলেন আনেয়াার সাদাত

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | ৮:১৭ অপরাহ্ণ

কাটাখালী পৌরসভার মেয়রের দায়িত্ব পেলেন আনেয়াার সাদাত
apps

রাজশাহীর কাটাখালী পৌরসভার প্যানেল মেয়র-১ মো আনোয়ার সাদাতকে কাটাখালী পৌরসভার মেয়রের দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার ( ১২ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচীব ফারজানা হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৪০ ধারা এবং পৌরসভার কার্যবিধিমালা, ২০১২ এর বিধানমতে প্যানেল মেয়র-০১ মো. আনোয়ার সাদাতকে সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণপূর্বক উক্ত পৌরসভা সচিবের সাথে যৌথ স্বাক্ষরে পৌর তহবিল পরিচালনাসহ সকল দৈনন্দিন কার্যাদি পরিচালনা করার দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।

Development by: webnewsdesign.com