বাঙালীর সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ। বাংলা সনের ১৪৩২ শুভ বাংলা নববর্ষ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ দিবসটি উপলক্ষে সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম এর নেতৃত্বে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ নানা রংবেরং এর ফেশটুন প্লে কার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে সমবেত হয়।
আরোও পড়ুন: রাজশাহীতে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা-মেলাসহ নানা আয়োজন
উক্ত শোভাযাত্রার অংশ নেয় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিমসহ সহকারী অধ্যাপক, প্রভাষক ও কলেজের বিএনসিসি, রোভার স্কাউটস শিক্ষার্থীবৃন্দ। পরে কলেজ চত্বরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। এ সময় তিনি বলেন, “পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন।”
আরোও পড়ুন: কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
এতে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আব্দুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক শিবু চন্দ্র অধিকারীসহ সকল বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জারি, শারি, ভাটিয়ালি, বাউল সংগীত পরিবেশন করা হয়। কবিতা আবৃত্তি ও দেশীয় গানে নৃত্য পরিবেশন করে কলেজে শিক্ষার্থীরা।
Development by: webnewsdesign.com