রবিবার, ১৯ মার্চ ২০২৩ | ৫:৫৪ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।
শুক্রবার (১৭ মার্চ) এ অনুষ্ঠান উপলক্ষে অত্র কলেজ প্রাঙ্গণে বিএনসিসি কর্তৃক প্যারেটের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।বেলা ১০ টায় আলোচনা সভা,রচনা,কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস। এ সময় তিনি বলেন,
১৭ ই মার্চ এক শুভক্ষণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা মা’র কোল আলোকিত করে এই পৃথিবীতে এসেছিলেন বাঙালির মুক্তির মহানায়ক, অসহায় এবং শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির দিশারি, বিশ্বনেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালীরা মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের বুকে একটি স্বাধীন দেশ অর্জন করে।জাতির জনকের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। মুক্তির সংগ্রামের মহানায়ক মহান রাজনৈতিক ব্যক্তিত্ব্যের জম্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলায় তিনি জন্মেছিলেন বলেই এ স্বাধীন হয়েছে।শেখ মুজিবের আর্দশকে ধারণ ও লালন করে আগামী প্রজম্ম কে সামনে দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোঃ রেজাউল করিম,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম। প্রাণি বিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান,ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মাহবুবুল আলম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, প্রভাষক আনিসুর রহমান এস এম আদিলুজ্জামান, শিবু চন্দ্র অধিকারী, আলাউদ্দিন আকন্দ, বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা, প্রভাষক মরিয়ম আক্তার সহ আরও অনেকে। প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কর্তন করেন অতিথি বৃন্দ।