ঐতিহাসিক ৭ই মার্চ আজ। বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে এক উত্তাল জনসমুদ্রে এ দেশের স্বাধীনতার প্রস্তুতির ডাক দেন। ৭ই মার্চের ভাষণের দিনটিকে জাতীয় পর্যায়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ। ৭ ই মার্চ সোমবার সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে অত্র কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১০টায় কলেজের বটতলা এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম।এ সময় বঙ্গবন্ধুর ভাষণ ও তার জীবন আর্দশ মৃল্যবোধের চেতনায় ধারণ করে এগিয়ে যেতে বর্তমান প্রজম্মকে আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর ভাষণ কে কেন্দ্র করে এ স্বাধীন হয় মুক্তি যুদ্ধকে অনুপ্রেরণা দেয় বাঙালিরা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। বঙ্গবন্ধু মানেই বাঙালির মুক্তি, বঙ্গবন্ধু মানেই সোনার বাংলা। তার আর্দশকে লালন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নাসির উদ্দিন মিয়া,প্রানীবিদ্যাবিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম,সহযোগী অধ্যাপকও হিসাব বিঃবিভাগের প্রধান মাহসুদুল হাসান মাজেদ,ইসলামের ইতিহাস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইতিরানী বিশ্বাসের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপণা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা।এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব, সহকারী অধ্যাপক মাহবুবুল আলম , রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিনস,রসায়ন বিভাগের প্রভাষক এস,এম আদিলুজ্জামানন, অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক আফরিনা হোসেন, মোঃ আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সজীব রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোছাঃ স্বপ্না খাতুনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় বঙ্গবন্ধু ভাষণের উপর বক্তৃতা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
Development by: webnewsdesign.com