সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালন করেছে। ২১ শে ফেব্রুয়ারী রবিবার ভোরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে অত্র কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত এবং শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। পরে সকাল ০৯ টায় শিক্ষক মিলনায়ন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও বাংলা ভাষার যথাযথ গুরুত্বের উপর বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ শরীফ উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপণা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা। এসময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দিন মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইতিরানী বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, রসায়ন বিভাগের প্রভাষক এস,এম আদিলুজ্জামানন, অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক আফরিনা হোসেন, মোঃ আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সজীব রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোছাঃ স্বপ্না খাতুনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
Development by: webnewsdesign.com