“মানসিক ও শারীরিক সুস্থতায় ক্রীড়া” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বিএনসিসি, রোভার্টস স্কাউট কর্তৃক যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন পৃর্বক জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পরে কলেজ মাঠে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে কলেজ চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন কলেজটির অধ্যক্ষ কাজিপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর রেজাউল করিম।
আরোও পড়ুন: ভয়েস অব কাজিপুর’ র মেধাবৃত্তি পেলো ১১০ জন মেধাবী শিক্ষার্থী
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আব্দুর রহমান, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের প্রভাষক আরমান হোসাইন, বাংলা বিভাগের প্রভাষক আবু তালিব, গণিত বিভাগের প্রভাষক আলাউদ্দিন আকন্দ প্রমুখ।
বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক শিবু চন্দ্র অধিকারীসহ সহকারী অধ্যাপকগণ ও অন্যান্য প্রভাষকগণ। এছাড়া যেমন খুশি তেমন সাজ ইভেন্টে পেলেস্টাইন এ নিহত সন্তানের মায়ের ভূমিকায় ফারজানা কে পুরস্কার প্রদান করা হয়।
Development by: webnewsdesign.com