কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র বিতরণ
apps

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এতিমখানার ছাত্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) দুপুর বারোটায় এ উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শহীদ মিনার চত্বরে উপজেলার তিনটি এতিমখানার ছাত্র ও কলেজের আশেপাশে থাকা শতাধিক হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অত্র কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কলেজ এর অন্যান্য শিক্ষক মন্ডলী।

 

 

Development by: webnewsdesign.com