“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এতিমখানার ছাত্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) দুপুর বারোটায় এ উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শহীদ মিনার চত্বরে উপজেলার তিনটি এতিমখানার ছাত্র ও কলেজের আশেপাশে থাকা শতাধিক হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অত্র কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কলেজ এর অন্যান্য শিক্ষক মন্ডলী।
Development by: webnewsdesign.com