কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | ১:০১ অপরাহ্ণ

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন
apps

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচি মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ।রবিবার (২৬ মার্চ) ভোরে এ দিবস উপলক্ষে অত্র কলেজ প্রাঙ্গণে বিএনসিসি কর্তৃক প্যারেটের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।বেলা ১০ টায় আলোচনা সভা,রচনা,কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোঃ রেজাউল করিম।বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, মাহসুদুল হাসান মাজেদ, ড. আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম।এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আতাউর রহমান, মাহবুবুল আলম, শাহনাজ পারভীন, প্রভাষক আল আমিন, প্রভাষক আনিসুর রহমান এস এম আদিলুজ্জামান, শিবু চন্দ্র অধিকারী, আলাউদ্দিন আকন্দ, বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা, প্রভাষক মরিয়ম আক্তার সহ আরও অনেকে। প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

Development by: webnewsdesign.com