কাজিপুরে উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডা.দীপু মনি এম পি।
৩ রা মে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় সাথে ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ সদরের সাংসদ ড. জান্নাত আরা হেনরী।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল , কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, সিরাজগঞ্জ জেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সহ আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান।
এর পর প্রধান অতিথি ড, দীপু মনি উপজেলা আঃলীগ কার্যালয় চত্বরে অবস্থিত মোহাম্মদ নাসিম স্মৃতিস্তম্ভে শ্রদ্ধানিবেদন করেন।পরে তানভীর শাকিল জয় এম পি মহোদয় এর বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী ড. দীপু মনির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Development by: webnewsdesign.com