সিরাজগঞ্জের কাজিপুর প্রেস ক্লাবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধা , শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবী, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে “স্মার্ট বাংলাদেশ ও নাগরিক ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। ৯ নভেম্বর বৃহস্পতিবার কাজিপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় । বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকতা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, ডিজিটাল বাংলাদেশ থেকে থেকে আমরা এখন আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রী, যার যার অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ।প্রেসক্লাবের সভাপতি টি এম কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকগণ কাজিপুর প্রেস ক্লাবের প্রতি শুভেচ্ছা জানিয়ে মৌলিকতা বজায় রেখে সাংবাদিকদের স্মার্ট বাংলাদেশের অভিযাত্রী হওয়ার আহ্বান জানান বক্তারা ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সোবহান চান। সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক ও কোষাধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি টি এম আতিকুর রহমান নান্নু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোঃ আব্দুল গাফফার,উপজেলা ছাত্র লীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওন , বিশিষ্ট ব্যবসায়ী নুর মোমিন রানা প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশাজীবি মানুষ ও প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
Development by: webnewsdesign.com