সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার নির্বাচিত মেয়র আব্দুল হান্নান তালুকদার শপথ গ্রহনের পর থেকেই পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করে যাচ্ছেন। নতুন মেয়রের সংস্পর্শে উন্নয়নের ছোঁয়া লেগেছে পৌর এলাকার প্রতিটি ক্ষেত্রে। ইতোমধ্যে সেই চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মুলুক কাজের সাথে যুক্ত হয়েছে সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থ বরাদ্দ ।
সেই বরাদ্দের আওতায় ২৬/২/২০২৩ তারিখে পৌরসভার কবিহার নিশি বাড়ি ব্রিজ হইতে পশ্চিমে ব্রিজ পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ। কাজটি সার্বিক বাস্তবায়ন করছেন পৌর মেয়র মেয়র আব্দুল হান্নান তালুকদার । রাস্তাটি নির্মিত হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার অনেক সুবিধা হবে।
স্থানীয় বাসিন্দা রেফাজ উদ্দিন জানান, এ রাস্তা হলে এলাকা মানুষ ছালাভরা, উপজেলা, মেঘাই, আলমপুর চৌরাস্তার পাশাপাশি খেলার মাঠ,স্কুল ও জমিতে(চড়া) যাতায়াতের সুবিধা হবে। স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মাস্টার বলেন, যখন রাস্তা ছিল না তখন আমরা অনেক ঘুরে বর্ষা মৌসুমে পানির ভিতর দিয়ে চলাচল করতে হতো। এখন সেই কষ্ট হবেনা।
পৌর মেয়র আব্দুল হান্নান এ প্রতিনিধিকে বলেন “শেখ হাসিনার সরকার অবকাঠামো উন্নয়ন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।মানুষের মৌলিক চাহিদাপুরনের পাশাপাশি সকল অবকাঠামোগত কাজ করে যাচ্ছে। সেই কাজ গুলো সঠিকভাবে করতে মানুষের সকল চাহিদা মেটাতে পৌর বাসির সকল সেবা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি ।প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর গড়া এ কাজিপুরে তারই সুযোগ্যপুত্র সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর সহযোগিতায় এবং কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সাথে সমন্বয় করে পৌর বাসির জীবন মান উন্নয়ন ও সচলায়তনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Development by: webnewsdesign.com