কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব নগর দিবস উদযাপন

রবিবার, ১৭ এপ্রিল ২০২২ | ৪:১৬ অপরাহ্ণ

কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব নগর দিবস উদযাপন
apps

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়েস্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ এবং সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার দিন ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিব নগর দিবস-২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

দিবস টি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, কাজিপুর স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।

এতে প্রধান অতিথিহিসেবে ভারচুয়ালী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।আরও বক্তব্য রাখেন উপজেলা৷ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, শিক্ষা অফিসার হাবিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ভিএস মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এছাড়া দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সবশেষে বঙ্গবন্ধু ও জাতীয় নেতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়। উল্লেখ যে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম বাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

এতে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সিরাজগঞ্জ তথা কাজিপুরের কৃতি সন্তান শহিদ এম মনসুর আলী।

Development by: webnewsdesign.com