সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৭ মে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে এ উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত -ই- খোদা, বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, জেলা সহকারি কমান্ড্যান্ট জসিমউদদীন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শাহাআলম খানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আনসার ভিডিপি ব্যাংকের ম্যানেজার।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন কমান্ডার সহ সকল সদস্য বৃন্দ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন কাজের বিশেষ অবদান রাখার জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০ সদস্যদেরকে পুরস্কার তুলে দেন।
Development by: webnewsdesign.com