কাজিপুর উপজেলার মাঠপ্রশাসনে কর্মরত কর্মচারিদের কর্মবিরতি পালন

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | ৮:১৬ অপরাহ্ণ

কাজিপুর উপজেলার মাঠপ্রশাসনে কর্মরত কর্মচারিদের কর্মবিরতি পালন
apps

সিরাজগন্জের কাজিপুর উপজেলায় মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১মার্চ) সকাল ৯টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা হাজিরায় স্বাক্ষর করে উপজেলা পরিষদ চত্বরে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাকাসস কাজিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান , কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারী ছুটির দিন ব্যতিত ২৪ মার্চ পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। দেশের অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদোন্নতি হলেও শুধুমাত্র মাঠ প্রশাসনের কর্মরত অফিস সহকারীরা চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসরে যাচ্ছেন। তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত সহকারীদের কাজের গতিশীলতা অব্যাহত রাখতে পদোন্নতিসহ পদবী পরিবর্তন করার দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন বাকাসস কাজিপুর উপজেলা শাখার সদস্য বৃন্দ সহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীগণ।

 

 

Development by: webnewsdesign.com