সিরাজগঞ্জের কাজিপুরের ঐতিহ্যবাহী রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন কাজিপুর উপজেলার কৃতি সন্তান শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম রেজওয়ানুর রহমান লিটন।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নবাগত কমিটির সাথে শিক্ষক মন্ডলীর পরিচিতি ও মতবিনিময় সভা কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত,) নবাগত কমিটির সদস্য সচিব এস এম ছাইদুল ইসলাম । সভাপতিত্ব করেন কলেজের নবগঠিত কমিটির সভাপতি রেজওয়ানুর রহমান লিটন। অত্র কলেজ এর ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিনের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ এর প্রতিষ্ঠাতার সুযোগ্য কন্যা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট মানবাধিকার কর্মী – উন্নয়ন কর্মী শিক্ষা অনুরাগী মোছাঃ রাফেজা খাতুন, কমিটির বিদ্যোৎসাহী সদস্য (জাতীয়) শেখ গিয়াস উদ্দিন , বিদ্যোৎসাহী (ডিজি) আমিনুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য (বোর্ড) মোঃ কামরুজ্জামান, দাতা সদস্য শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক ইন্জিনিয়ার শাহীন আকতার, অভিভাবক সদস্য আলহাজ্ব মিজানুর রহমান বাবলু,ইউনুস উদ্দিন, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান, কলেজ এর সহকারী অধ্যাপক আকতার হোসেন, সহকারী অধ্যাপক কামাল পাশা, শিক্ষক প্রতিনিধি প্রভাষক রোকনুজ্জামান রাসেল। এর আগে কলেজের পক্ষ থেকে নবাগত কমিটির সভাপতি ও সকল সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা ও কলেজ ডায়েরি দিয়ে বরণ করে নেন।
আরোও পড়ুন: ভয়েস অব কাজিপুর’ র মেধাবৃত্তি পেলো ১১০ জন মেধাবী শিক্ষার্থী
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সহকারী অধ্যাপক লুৎফর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ, কলেজের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল রাজা, সককারি অধ্যাপক রসুল বকস, প্রভাষক গোলাম মোস্তফা জিএম শাওন, শফিউল আলম, তোরাব আলী সহ সহকারী অধ্যাপক ও প্রভাষক মন্ডলী। নবাগত কমিটির সভাপতি বলেন, একটি দেশ ও জাতি উন্নত ও সমৃদ্ধ হয়, শিক্ষিত, চরিত্রবান, মানবতাবোধ সম্পন্ন নাগরিকের দ্বারা। সেই নাগরিক তৈরীর সর্বাত্মক প্রচেষ্টায় অনবরত কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে কলেজ পরিচালনা পর্ষদ ও কলেজ কর্তৃপক্ষ । আমাদের অঙ্গীকার হলো সুশিক্ষা প্রদানের মাধ্যমে দেশ ও জাতিকে সুন্দর নাগরিক উপহার দেয়ার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মান করা।
আমরা প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন ও শিক্ষার মান বৃদ্ধি করে একটি জাতীয় মানের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাবো । কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন এবং কলেজটিকে জেলার শীর্ষ স্থানে দাঁড় করিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আরো পড়ুন: কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
পরিশেষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য অত্র এলাকার শিক্ষানুরাগীসহ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি । প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় বিভিন্ন পর্বে ম্যানেজিং কমিটিতে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের সবার প্রতি, শিক্ষকদের মধ্যে যাঁরা অবসরে গেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইতিমধ্যে ম্যানেজিং কমিটির সহকর্মী, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের মধ্যে যাঁরা পৃথিবী ছেড়ে চলে গেছেন , তাদের বিদেহী আত্নার প্রতিও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
Development by: webnewsdesign.com